জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক ওরফে বাবুকে অপসারনে ওই ইউনিয়ন পরিষদের ১২ জন সদস্য মিলে অনাস্থাপত্র দাখিল করেছে সদর উপজেলা ইউএনও কার্যালয়ে।
বৃহস্পতিবার দুপুরে সশরীরে ১১জনসহ মোট ১২ জন সদস্যের স্বাক্ষরিত একটি অনাস্থাপত্র দাখিল করেছেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অনুপস্থিতে অনাস্থাপত্রটি গ্রহন করেন কার্যালয়ের অফিস সহকারি মোঃ কবিরুল হাসান।
ইউপি সদস্য আক্তারুজ্জমান মাসুদ বলেন,ইউপি চেয়ারম্যান নাজমুল হক বাবু একজন দুস্কৃতিকারী তিনি চেয়ারম্যান নাজমুল হক বাবু পরিষদে সরকারি বরাদ্দের সমস্ত কাজ নিজ সিদ্ধান্তনুযায়ী সম্পন্ন করে,কোন সদস্যদের কাছ থেকে তিনি কোন মতামত গ্রহণ করেন না।
এছাড়া তিনি বিগত পতিত সরকারের দোষর হয়ে অতোপ্রুত হয়ে কাজ কাজ করছিলেন,এই জন্য আমরা সকল নির্বাচিত সদস্যরা মিলেও চেয়ারম্যান নাজমুল হক ওরফে বাবুকে অপসারনে অনাস্থাপত্র জমা দিয়েছি।
এ ব্যাপারে আরেক ইউপি সদস্য রিপন মাহমুদ মিন্টু বলেন,আমরা ইউপি সদস্যরা বিগত সময়ে শুধু বঞ্চিত আর নির্যাতিত হয়েছি।বিদায় চেয়ারম্যান নাজমুল হক ওরফে বাবুকে অপসারনে অসাস্থাপত্র দিয়েছে।
এ ব্যাপারে ইউএন কার্যালয়ের অফিস সহকারি কবিরুল হাসান বলেন,মেস্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক ওরফে বাবু’র অপসারনে সশরীরে ১১ সদস্যসহ ১২ সদস্যের স্বাক্ষরিত একটি অনাস্থাপত্র পেয়ে ডাক ফাইলে প্রেরণ করা হয়েছে,স্যার ট্রেনিং থেকে আসলে বিষয়টি দেখবেন।
ক্যাপশনঃ জামালপুর সদরের মেস্টা ইউনিয়ন পরিষদের সদস্যরা তাদের চেয়ারম্যানকে অনাস্থা দিতে দেখাগেছে।