জামালপুরে  উদ্বোধন হলো রকমারি খাবার ঘর।

doinikjamalpurbarta

ফরিদুল ইসলাম ঃ সুস্বাদু খাবারের সমাহার নিয়ে জামালপুরের জিরো পয়েন্ট দয়াময়ী মোড়ে যাত্রা শুরু হলো রকমারি খাবার ঘর নামের খাবার হোটেলের।

রবিবার বিকালে খাবার হোটেলটির উদ্বোধন করেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

এসময় আরও উপস্থিত ছিলেন, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহুল আমিন মিলন, শহর বিএনপির সিনিঃসভাপতি মাঈনুদ্দিন বাবুল শহর বি এন পির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মুক্তা প্রমুখ।

দু,তলা বিশিষ্ট এ হোটেলে সুলভ মূল্যে মানসম্মত খাবার পরিবেশন সহ যে কোন অনুষ্ঠানের জন্য খাবার সরবরাহ করা হবে।

রকমারি খাবার ঘরের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম রুবেল জানান, হালাল ব্যবসা ও রুজি হচ্ছে সুন্নত। আমার দীর্ঘ দিনের স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে। সাধারণ ক্রেতাদের পরিপূর্ণ সেবা দিতে দেশীয় সুস্বাদু ও উন্নত রুচিশীল খাবার পরিবেশনে আমরা অঙ্গীকারবদ্য।

এসময় জামালপুরে বসবাসরত সকল শ্রেণীর পেশার ক্রেতাদের রকমারি খাবার ঘরে সাদরে আমন্ত্রণ জানান তিনি।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ