জামালপুরে এক আওয়ামী নেতার স্ত্রী র ষড়যন্ত্রের মামলার জালে সাংবাদিক নেতা

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধ : জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি সাংবাদিক হাফিজ রায়হান সাদা’র বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সমাবেশ।

সাংবাদিক সমাবেশে সভাপতিত্বে করেন, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক. লুৎফর রহমান।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারী ) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিক সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক সচতন কণ্ঠ পত্রিকার সম্পাদক বজলুর রহমান, বাংলাভিশন চ্যানেলের জামালপুর জেলা প্রতিনিধি, জাহিদ হাবিব, বাংলার চিঠি ডটকম এর নির্বাহী সম্পাদক মোস্তফা মঞ্জু, মানব কণ্ঠের কাফি পারভেজ, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, মাছরাঙার প্রতিনিধি মাহফুজুর রহমানসহ সিনিয়র মডেল প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি সুশান্ত কুমার, ই-প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জাতীয় সাংবাদিক সংস্থা সাধারণ সম্পাদক আহসান হাবীব স্বপন সহ কর্মরত সকল সাংবাদিকবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব হাফিজ রায়হান সাদাকে সামাজিক ভাবে হেয়পতিপন্ন করতেই ষড়যন্ত্রমূলক মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

ষড়যন্ত্রমূলক এই মামলা আগামী ৭২ ঘন্টার মধ্যে প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন গণমাধ্যম কর্মীরা।

উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধে কুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শিপনের স্ত্রী সামছুন্নাহার সুমাইয়া বাদী হয়ে হাফিজ রায়হান সাদা’র বিরুদ্ধে গত ২৪ ডিসেম্বর মেলান্দহ থানায় দ্রুত বিচার আইনে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ