জামালপুর প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল গোপালপুর গ্রামীণ ব্যাংক মোড়ে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন ৩নং ওয়ার্ড বিএনপি । ১নং কেন্দুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোরাদ হোসেন ভুইয়ার সঞ্চচালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন কেন্দুয়া ইউনিয়ন বিএনপির দায়িত্ব প্রাপ্ত নেতা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মমিনুর রহমান খান, কেন্দুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান, যুগ্ম আহবায়ক রফিকুল আকন্দ, আব্দুস ছামাদ, তারিকুল ইসলাম স্বপন, কেন্দুয়া ইউনিয়ন ওলামা দলের সভাপতি মো. ফরিদ মুন্সি, কেন্দুয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান লিটন, সাধারন সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সবুজ আকন্দ, কেন্দুয়া ইউনিয়ন সেচ্ছা সেবক দলের সভাপতি রাজা ভুইয়া, সাধারণ সম্পাদক কামরুল হাসান, কেন্দুয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি শামীম হোসেন, ৩নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি জুলহাস উদ্দিন সহ আরো অনেকে।
এসময় বক্তারা জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর -৫ আসনে জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহ মো.ওয়ারেছ আলী মামুন কে জয়ী করার আহবান জানান এবং দেশ বিরোধী কোন ষড়যন্ত্র কিংবা অপশক্তি যাতে দেশের কোন ক্ষতি করতে না পারে তার জন্য জাতীয়তাবাদির সকল কর্মীদের ঐক্যবদ্ধ এবং সোচ্চার হওয়ার আহবান জানান।
পরে দেশ নেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
জুয়েল রানা
জামালপুর।