মোঃ শামীম হোসেন, স্টাফ রিপোর্টার: জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শীতলকুর্শা গ্রামে কমিউনিটি ক্লিনিকের গাছ কাটার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে শীতলকুর্শা কমিউনিটি ক্লিনিকের প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা জোনায়েদ আহাম্মেদ গাছগুলো কেটেছেন বলে জানা গেছে। জোনায়েদ আহাম্মেদ কমিউনিটি ক্লিনিকের জমিদাতা মৃত আব্দুল মালেকের ছেলে।
তিনি জানান, তার পিতা এই কমিউনিটি ক্লিনিকের জন্য জমি দিয়েছেন। তবে ক্লিনিকের আঙিনার গাছের ডাল তার পুকুরে পাড়ে মাছ চাষে সমস্যার সৃষ্টি করায় তিনি গাছ কাটতে বাধ্য হয়েছেন।
এ বিষয়ে কমিউনিটি ক্লিনিকের হেলথ ইন্সপেক্টর বিলকিস আক্তার জানান, “ঘটনার কথা শুনেছি। আপাতত গাছ কাটা বন্ধ রয়েছে। তবে অফিস বন্ধ থাকায় এখনো আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারিনি। আগামীকাল অফিস সময় এলে বিষয়টি জানানো হবে।”
এবিষয়ে কমিউনিটি ক্লিনিকের সভাপতি মিজানুর রশিদ জানান গাছ কাটার বিষয় জানতে পেরে আমি ঘটনাস্থলে এসে গাছ কাটতে নিষেধ করি।