নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনে মানবাধিকার লংঘন, গণহত্যা ও ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে জামালপুরে প্রতিবাদ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখার আয়োজনে ১৫ই এপ্রিল-২০২৫ সকাল ১১টায় শহরের পিটিআই গেইট সংলগ্ন সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র(এসপিকে)-এর হলরুমে এ অনুষ্ঠান অনুষ্টিত হয়।
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক এম এইচ মজনু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ আমির উদ্দিন।
এসপিকে-এর প্রধান নির্বাহী মোহাম্মদ এনামুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) এর জামালপুর জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ সহিদ উল্যাহ, অধ্যক্ষ ডাঃ মোঃ মনিরুজ্জামান খান, এডভোকেট মেজবাহ উদ্দিন শাকিল, যুগবাণী নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি এডভোকেট আবুল বাসার, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াহাব, বিশিষ্ট কলামিষ্ট মোঃ মশিউল আলম, এডভোকেট দুলু ভৌমিক, সাংবাদিক শাহ আলী বাচ্চু, সাংবাদিক মোখলেছুর রহমান লিখন, ডাঃ শফিকুল ইসলাম আজাদ খান, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান মোহাব্বত, নাসিব জামালপুর শাখার সহ-সভাপতি ছাইদা বেগম ছ্যামা, সাংস্কৃতিক কর্মী মানসি গোস্বামী, মানবাধিকার কর্মী মোঃ এমদাদুল হক, কবি মোঃ পারভেজ সরকার, মক্কা মদীনার সম্পাদক এসএম আব্দুল আউয়াল, এসডিও-এর নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম সরকার প্রমূখ।
এর আগে কি নোট উপস্থাপন করেন তন্ময় ফারহান।
বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর লাগাতার বর্বর হামলা, নারী ও শিশুদের ওপর নৃশংস নির্যাতন এবং হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে নির্বিচারে বোমা বর্ষণের ঘটনা গোটা মানবজাতিকে কাঁদিয়েছে।
তারা বলেন, বিশ্ব যখন চোখ বন্ধ করে বসে আছে, তখন নিরীহ ফিলিস্তিনি জনগণ প্রতিদিন হারাচ্ছে তাদের জীবন, ঘরবাড়ি ও স্বপ্ন।
বক্তারা তীব্রভাবে নিন্দা জানান সেইসব বিশ্বশক্তির যারা মানবতার এই চরম বিপর্যয়ের মুহূর্তে রহস্যজনক নীরবতা পালন করছে।
তারা আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি আহ্বান জানান, যেন অবিলম্বে এই বর্বরতা বন্ধে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়।
বক্তারা বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় একতরফাভাবে নির্যাতনের শিকার জনগণের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। অনুষ্ঠান শেষে ফিলিস্তিনে নিহতদের রুহের মাগফিরাত কামনায় এবং বিশ্বের সকল নির্যাতিত, নিপীড়িত মানুষের শান্তি ও মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং বাংলাদেশস্থ ফিলিস্তিন দূতাবাসের মাধ্যমে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড জামালপুর জেলা শাখার পক্ষ্য থেকে সাধ্য অনুযায়ী আর্থিক সহায়তা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।
এই আয়োজন জামালপুরে মানবিক চেতনা, ন্যায়বোধ এবং আন্তর্জাতিক সংবেদনশীলতার একটি শক্তিশালী ও স্পষ্ট প্রতিফলন—এমনটাই মন্তব্য করেন উপস্থিত বিশিষ্টজনেরা।