জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়ায় জাতীয়তাবাদী কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে ৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে পশ্চিম ঝাউগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন।
কর্মী সম্মেলনের উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম কর্ণেল।
ইউনিয়ন কৃষকদলের আহবায়ক হামিদুর রহমান সেলিমের সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আকতার হোসেনের সঞ্চালনায় কর্মী সম্মেলনে আরও বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা কৃষকদলের সভাপতি মতিউর রহমান বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. উমর আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক আবুল হারেস সরকার প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশকে স্বৈরাচারমুক্ত করেছিলেন।
তেমনিভাবে গত ৫ আগষ্ট আমরা তথা ছাত্র জনতা সকলে একজোট হয়ে এই দেশকে স্বৈরাচারমুক্ত করেছি। এখন সময় এসেছে এদেশে নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর। যারা বিগত ১৭ বছর নানা বৈষম্যের শিকার হয়েছে।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ৪ নং ওয়ার্ড কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।