জামালপুর প্রতিনিধি,দৈনিক জামালপুর বার্তা: জামালপুর সদর উপজেলার ৭ ইউনিয়নের ২৩’শ প্রান্তিক কৃষক পাবে সরকারি কৃষি প্রণোদনা।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন হলরুমে জামালপুর সদর উপজেলা কৃষি অফিস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এতে জামালপুর সদর উপজেলা কৃষি অফিসার মো.এমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন,জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)জিন্নাত শহীদ পিংকি।
সভায় বিশষ অতিথি ছিলেন,সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.শাহাদৎ হোসেন।এ ছাড়া সদর উপজেলার দুই ইউনিয়নে অতি বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা মো.এমদাদুল হক বলেন,আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি পুনর্বান কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের রবি শস্যের এই প্রণেদনা বিতরণের মধ্য দিয়ে অনেকটই সহায়ক হবে বলে জানান তিনি।
পরে উপজেলার দুই ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে সবজি ও সরিষা বীজ বিতরণ করা হয়।