নিজস্ব প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা
গবাধি পশুর খাদ্য তৈরীর নামে জামালপুরে ক্ষেত থেকে আধাপাকা কাঁচা ধান কেটে নিচ্ছে একটি সিন্ডিকেট। দরিদ্র কৃষকদের টাকার লোভ দেখিয়ে কাটা হচ্ছে এসব ধান।
আজ শুক্রবার সকালে শাহবাজপুরের চন্দের মোড় এলাকায় মানিকগঞ্জ জেলার সাইলেন্স এগ্রোফার্ম, জামালপুর সদরের প্রগতি এগ্রোফার্ম, ময়না এগ্রোফার্মসহ বেশ কয়েকটি এগ্রোফার্ম সিন্ডিকেট করে নিজেদের খামারের জন্য গো-খাদ্য তৈরীর নাম করে কৃষকদের বেশি মুনাফার লোভ দেখিয়ে বিঘা প্রতি ৩৮ হাজার টাকা করে দিয়ে কিনে নেওয়া হচ্ছে জমির এসব ধান। এসব ধান কেটে নেওয়ায় দেশে খাদ্য সংকট তৈরীর আশংকা রয়েছে বলে জানান স্থানীয়রা। খবর জানার পর ধান কাটা বন্ধ করে দিয়েছে জামালপুর সদর উপজেলা কৃষি বিভাগ।
জামালপুর সদর উপজেলার উপসহকারি কৃষি কর্মকর্তা সোহেল রানা জানান, স্থানীয় কৃষকরা কৃষি অফিসে জানানোর পর ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ধান কাটতে নিষেধ করি।
জামালপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ এমদাদুল হক জানান কাঁচা ধান ও ধানগাছ দিয়ে সাইলেজ তৈরী দেশের খাদ্য ব্যবস্থার জন্য হুমকিসরুপ। সম্প্রতী বন্যায় সারাদেশের ন্যায় ময়মনসিংহ অঞ্চলের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাই এ জেলায় খাদ্য সংকট রোধে কৃষি দপ্তর ও প্রণীসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে কাঁচা ধান কাটার কাজ বন্ধ করা হয়েছে। কৃষকদের লোকশানেরকথা চিন্তা করে তাদের প্রণোদনা দেওয়ার কথাও জানান তিনি।