নিজস্ব প্রতিবেদক, দৈনিক জামালপুর বার্তা : সারাদেশব্যাপী নৈরাজ্য, বিশৃঙ্খলা, অস্থিরতা ও অস্বস্তির প্রতিবাদে জামালপুরে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকালে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এই গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা এবং ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-রব) জামালপুর জেলা শাখার সভাপতি মো. আমির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদ জেলা শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান তালুকদার, জাতীয় সমাজতান্ত্রিক দল জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট তাজউদ্দিন সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক কবি আশরাফ আলী, ভাসানী অনুসারী পরিষদ জেলা শাখার সদস্য সচিব মাহবুবুর রহমান খান দীপু ।
এসময় বক্তারা বলেন, চলমান নৈরাজ্যিক পরিস্থিতি ও অস্থিরতার অবসান করতে সকল ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। দখলদারিত্ব, চাঁদাবাজি, লুটপাট এবং অপশক্তির বিরুদ্ধে সোচ্চার এবং পতিত সরকারের ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।