জামালপুরে চেক প্রতারণা মামলায় বিএনপি নেতার ৪ মাসের কারাদণ্ড

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : জামালপুরে চেক প্রতারণার অভিযোগে করা মামলায় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলনকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।

গতকাল সোমবার (৭ এপ্রিল) জামালপুরের যুগ্ম জেলা জজ দ্বিতীয় বিজ্ঞ  আদালতের বিচারক নিষ্কৃতি হাগিদক এ রায় দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামীমা তাসমিন সাথী এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রহুল আমীন মিলন তিন মাস সময় নিয়ে মামলার বাদী শহিদুল্লাহ শহীদের কাছ থেকে ২ লাখ টাকা ধার নেন। কিন্তু নির্দিষ্ট সময়ের পরও টাকা পরিশোধ করতে টালবাহানা করেন।

২০২৩ সালের ১২ জুলাই পাওনা টাকা না দিয়ে কৃষি ব্যাংক জামালপুর শাখার চেক (২ লাখ টাকা) দেন।

চেক জমা দিলে ব্যাংক থেকে জানানো হয়, অ্যাকাউন্টে সমপরিমাণ টাকা নেই। পরে ওই বছরের ২২ আগস্ট শহিদুল্লাহ বাদী হয়ে আদালতে চেক প্রতারণার মামলা করেন।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ মোকাদ্দেস আলী রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামীমা তাসমিন সাথী।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ