নিজস্ব প্রতিবেদক : আজ ২ জানুয়ারী রোজ (বৃহস্পতিবার ) বিকাল ২. ০০ টায় জামালপুর সিংহ জানি হাই স্কুল মাঠে শহর ছাত্রদল বনাম কলেজ ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে ক্রিকেট খেলার আয়োজন করা হয়েছে।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব মোঃ সোহেল রানা খান।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরামুল হোসেন মানিক, সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান রতন,জেলা ছাত্র দলের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন জনি,জেলা ছাত্র দলের সহ-সভাপতি ও সাবেক শহর ছাত্রদলের সভাপতি মোঃ ইমরান কায়সার,শহর ছাত্রদলের আহবায়ক শফিকুল ইসলাম শফিক,জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম রাব্বি, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম আরমান, শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম- আহবায়ক সাদ্দাম হোসেন,সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ রাকিবুল ইসলাম রাকিব,সাবেক যুগ্ন আহবায়ক শহর ছাত্রদল যুগ্ম সম্পাদক মো: বাবু, সহ-দপ্তর সম্পাদক মোঃ পাবেল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান লিমন সহ প্রমূখ।
আজকের উক্ত টুর্নামেন্টে যে দুটি দল পরস্পরের মুখোমুখি অংশগ্রহণ করেন কলেজ ছাত্র দলের অধিনায়ক দায়িত্ব পালন করেন,হাবিবুর রহমান রতন এবং শহর ছাত্র দলের অধিনায়ক এর দায়িত্ব পালন করেন সৈকত হোসেন।
উক্ত ক্রিকেট খেলার শহর ছাত্রদল ৫ ইউকেট ২ বলে জয় লাভ করেন।
প্রধান অতিথির বলেন, “একটাই বক্তব্য মাদককে না বলা”খেলাধুলা চর্চা করি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটাই বলতে চাই যে আগামী দিন মাদকমুক্ত সমাজ মাদক মুক্ত দেশ মাদকমুক্ত রাষ্ট্র গড়ার লক্ষ্যে খেলাধুলার মাধ্যমে তাদেরকে অগ্রগামী হওয়ার আহবান জানিয়েছেন।
আজকের সন্তানরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই খেলাধুলার মাধ্যমে মনের সু-মানসিকতা বিকাশ ঘটাতে হবে।
পরিশেষে বিজয়ীদের মাধ্যমে পুরস্কার বিতরণ করে উক্ত ক্রিকেট ম্যাচ এর সমাপ্তি ঘোষণা করেন।