জামালপুরে জনদূর্ভোগ নিরসনে রাস্তা পাঁকা করণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : জামালপুর পৌরশহরের ১নং ওয়াডের্র পাথালিয়া ছাতার মোড় আঃ রহিম চত্বর থেকে নাওভাঙ্গাচর সরকারি আশ্রয়ন প্রকল্প পর্যন্ত কাঁচা রাস্তাটি পাঁকাকরণে দাবিতে আমাদের পাথালিয়া ফেসবুক গ্রুপ ও পাথালিয়া গ্রামবাসীর আয়োজনে, মঙ্গলবার সকাল ১০ টার সময় পাথালিয়া গজপাড়া বাঁধের মাথা এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অবসরপ্রাপ্ত কর্মকর্তা, আবু তালেব চাঁনের সভাপতিত্বে ও পাথালিয়া ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা রাসেল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, জামালপুর জেলা হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনষ্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক, আশরাফুল ইসলাম বুলবুল, মানবাধিকার কর্মী, জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক মোহাম্মদ আলী,ও ফজলেএলাহী মাকাম সহ নানা শ্রেণী পেশার মানুষ।

এসময় বক্তারা বলেন, পৌরসভার ১নং ওয়ার্ডের পাথালিয় নাওভাঙ্গা চরের আশ্রায়ন প্রকল্পে ২২০টি পরিবার বসবাস করে এছাড়া আরো ২ শতাধিক পরিবার অত্র এলাকায় মানবেতর জীবন যাপন করছে। সামন্য বৃষ্টি হয়ে এই রাস্তাটি চলাচলের জন্য অনুপযোগী হয়ে দাড়ায়। স্কুল কলেজগামী ছাত্র/ছাত্রীরা বিভিন্ন সমস্যার সমূখিন হয়ে থাকে। তাই রাস্তাটি দূত পাঁকাকরণে সংশ্লিষ্ট বিভাগের সু-দৃষ্টি কামনা করেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ