জামালপুরে জমি বিরোধকে কেন্দ্র করে হামলা, নারী-শিশুসহ আহত ৩, থানায় অভিযোগ

doinikjamalpurbarta

মো: শামীম হোসেন জামালপুর  : জামালপুরের সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

হামলায় হাফিজুর রহমান (৫০), তার স্ত্রী রিনা বেগম (৪০) ও তাদের পাঁচ বছর বয়সী নাতি হাসিফ আহত হন।

রিনা বেগম অভিযোগ করে বলেন, সকালে রাজা, সেন্টু, মিন্টু, পিয়ার আলী, ইব্রাহিমসহ আরও কয়েকজন আমাদের সীমানার ভেতরে ঘর নির্মাণ শুরু করে। আমরা বাধা দিতে গেলে তারা আমার স্বামী ও আমাকে বেধড়ক মারধর করে। আমার স্বামীকে তারা উপর্যুপরি লাঠি দিয়ে আঘাত করে।”

তিনি আরও জানান, “হামলাকারীরা আমাদের বাড়িঘর ভাঙচুর করে এবং হামলার সময় তারা আমাদের প্রাণনাশের হুমকিও দেয়।” আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে হাবিজুর রহমান বাদি হয়ে নারায়নপুর তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেছেন।

এবিষয়ে নারায়নপুর তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক কামাল হোসেন জানান এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ