জামালপুরে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি এডভোকেট মামুন

doinikjamalpurbarta

মোঃ মোশারফ হোসেন সরকার

জামালপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার দুপুরে এ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল জামালপুর জেলা শাখা।

শহরের স্টেশন রোডের জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় জেলা মহিলা দলের সভাপতি মোছা: সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানটি উদযাপিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন । উক্ত অনুষ্ঠানে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ছাইদা বেগম শ্যামাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, যারা সরকারে রয়েছেন তারা অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা তাদের পদে আগের অবস্থানে ফিরে যাবেন। এরপর দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ