Search
Close this search box.

জামালপুরে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

doinikjamalpurbarta

ভরবো মাছে মোদের দেশে, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় মৎস সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(৩১ জুলাই) জেলা প্রশাষন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাষকের সম্মেলন কক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ এর শুভ উদ্বোধন পুরস্কার বিতরণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।

এর আগে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য সড়ক

র‍্যালীর আয়োজন করা হয়।শহরের ফৌজদারি মোড় হতে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।পরে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন জামালপুর সদর ০৫ আসনের জাতীয় সংসদ সদস্য ও সভাপতি সরকারি প্রতিষ্ঠান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি বাংলাদেশ সংসদ
মোঃ আবুল কালাম আজাদ।

আলোচনা সভায় জেলা প্রশাষক শফিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় তিনি মৎস খাতের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।জামালপুর সদর ০৫ আসনের জাতীয় সংসদ সদস্য ও সভাপতি সরকারি প্রতিষ্ঠান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি বাংলাদেশ সংসদ মোঃ আবুল কালাম আজাদ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসার এস.এম খালেকুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মামুনর রশিদ স্বপন,জামালপুর জেলা শাখার বাংলাদেশ মুক্তিযু্দ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির,জামালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবযানী ভৌমিক সহ প্রমূখ।

অনুষ্ঠান শেষে জেলার চারজন মৎস্য চাষির মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিভিন্ন উপজেলার মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ