নিজস্ব প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা: সোমবার (১৭ ডিসেম্বর, ২০২৪) জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলাধীন পলাশপুর (চরপাকেরদহ) এ ৩ দিন ব্যাপী জামাই মেলা-২০২৪ (সিজন-০৩) এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
খালেদ মাসুদ সোহেল তালুকদার, সভাপতি, মেলা উদযাপন পরিষদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি, ড. মোঃ আশরাফুর রহমান।
ডিআইজি তার বক্তব্যে বলেন, এরকম একটি চমৎকার আয়োজন এর মাধ্যমে সমাজে সৌহার্দ ও সম্প্রীতি বৃদ্ধি পাবে।
একটি সুষ্ঠু সমাজ ব্যবস্থা এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য সামাজিক সম্পর্কগুলো খুবই গুরুত্বপূর্ণ।
এ সময় ডিআইজি মহোদয় উপস্থিত সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার, জামালপুর, সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম সেবা),উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাদারগঞ্জ, নাদির শাহ; সহকারী পুলিশ সুপার, মাদারগঞ্জ সার্কেল; সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি), এস.এম. আসিফ আল হাসান; অফিসার ইনচার্জ, মাদারগঞ্জ মডেল থানা, মোঃ হাসান আল মামুন; এডভোকেট মোঃ মঞ্জুর কাদের বাবুল খান, আহ্বায়ক, মাদারগঞ্জ উপজেলা বিএনপি; মোঃ আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক, মাদারগঞ্জ উপজেলা বিএনপি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রমুখ।