জামালপুরে জামায়াতে ইসলামীর সীরাত মাহফিল অনুষ্ঠিত।

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধি, দৈনিক জামালপুর বার্তা:

মহা নবী রাসুলুল্লাহ (সাঃ) আদর্শ সামনে রেখে সীরাত মাহফিল ২০২৪ পালন করল বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখা।

অদ্য ১২ ই অক্টোবর শনিবার সকাল নয়টায় জামালপুর জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আয়োজিত সীরাত মাহফিলে সভাপতি ছিলেন জেলা আমীর এডভোকেট আছিমুল ইসলাম, এতে অংশ গ্রহন করেন কেন্দ্রীয় নেতা সহ জেলার নেতৃবৃন্দরা।যে সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ,কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড.ছামিউল হক ফারুকী, প্রধান আলোচক বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরিনের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি এডভোকেট হযরত মাওলানা নাছির উদ্দিন সহ আমন্ত্রিত অতিথি ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা নাজমুল হক সাঈদি, জামালপুর জেলা শাখার ভার প্রাপ্ত আমীর মাও,আব্দুস ছাত্তার,জেলা শাখার নায়েবে আমীর অধ্যাপক খলিলুর রহমান, জেলার সেক্রেটারি এডভোকেট আব্দুল আউয়াল সিদ্দিকী ও শহর প্রচার সম্পাদক মোঃ আল মাসুম প্রমূখ।

প্রধান আলোচক তার বক্তব্যে নবী করিম (সাঃ)আদর্শের উপর গুরুত্ব আরোপ করে বলেন,কোরআন সুন্নার কোন বিকল্প নাই, তিনি ইসলামি শাসন কায়েমের জন্য সবসময় প্রস্তুত থাকার আহব্বান করেন। প্রধান অতিথি কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গত সতেরো বছর সাত মাস যে নির্যাতনের শিকার হয়েছে তা আর কোন রাজনৈতিক দলগুলো হয়নি।জামায়াতের নাম গন্ধ থাকলেই তাকে নানান হয়রানির স্বীকার হতে হয়েছে।তার পরেও তৃন মূলের কোন কর্মী বসে ছিলো না,যে যেভাবে পেরছে সংগঠনের কাজ করেছে। সামনে নির্বাচন আসছে। বর্তমানে আমরা আড়াই কোটি, আগামী ছয় মাসের মধ্যে একে দশ কোটি করতে হবে।এই লক্ষ্যে কাজ করে যেতে হবে। এক জন সাথী একটি সমর্থক ও এক জন রোকন বারোটা সমর্থক সৃষ্টি করে তাহলে আগামী ছয় মাসে দশ কোটি করা সম্ভব। এ লক্ষ্যে সকলকে কাজ করার আহব্বান করেন।

 

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ