জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলা জামায়াতে ইসলামী জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার ও শহীদ স্মারক প্রদান করেছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা জামায়াতের কার্যালয়ে এ উপহার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব হাফিজ রায়হান সাদা। এসময় জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট সুলতান মাহমুদ, জেলা বায়তুলমাল সেক্রেটারি ছামিউল হক, জেলা কর্ম পরিষদ সদস্য আশেক মাহমুদ শান্ত, অধ্যাপক জাকিউল ইসলাম, এডভোকেট আছিমুল ইসলাম, আল ইমরান সুজন, শহর শাখার আমির খন্দকার মুকাদ্দাস আলী, শহীদ পরিবারের সদস্য ও শহর জামায়াতের কর্মপরিষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
এ সময় জেলার ১৪ জন শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ ও জামায়াতে ইসলামীর প্রকাশিত “জুলাই-২০২৪ বিপ্লব” গ্রন্থের ১০ খণ্ডের শহীদ স্মারক প্রদান করা হয়।