নিজস্ব প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা :
জামালপুর জেলা আইন – শৃঙ্খলা কমিটি প্রতিনিধিদের সাথে সভা করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, জামালপুর।
আদ্য ১৪ই অক্টোবর রোজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভাটি আয়োজন করা হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, জামালপুর হাছিনা বেগম এর সভাপতিত্বে।
এছাড়াও উপ- পরিচালক, স্থানীয় সরকার এবং অতিরিক্ত জেলা প্রশাসক মৌসুমী খানম
(উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম (সার্বিক),জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা),জামালপুর জেলার সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা গণ,জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন,জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা,সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুরের সভাপতি শামীমা খান, বাংলাদেশ-টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দুর্গাপূজাকে ঘিরে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করেছে।
পাশাপাশি সুশীল সমাজের ব্যক্তিবর্গকেও সহযোগিতা করতে হবে। মাদক, জুয়াসহ অপরাধ দমনে ও জেলার বিভিন্ন সমস্যা সমাধানকল্পে পুলিশকে ভূমিকা রাখতে হবে।
জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে আগামীর নতুন সমৃদ্ধ বাংলাদেশ গঠন ও সন্ত্রাস মুক্ত উন্নয়নমূলক কাজ করার আহ্বান জানান বক্তারা।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।