নিজস্ব প্রতিবেদক,দৈনিক জামালপুর বার্তা: স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জননন্দিত জননেতা- জনাব তারেক রহমান, ১৭ বছর যাবত কারান্তরীণ আব্দুস সালাম পিন্টু, লুৎফুজ্জামান বাবর সহ সকলেই খালাস এর লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপি কোষাধক্ষ্য এম রশিদুজ্জামান মিল্লাত এর দিকনির্দেশনায় জেলা যুবদলের সদস্য-সচিব সোহেল রানা খানের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর ) রাত ৮ ঘটিকায় শহরের আজাদ ডাঃ মোড় থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়,হাজার হাজার নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিল উত্তল হয়ে উঠে।
জেলা বিএনপি’র সহ-শেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. সৈকতজ্জামান এর সভাপতিত্বে ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো.ইকরামুল হোসেন মানিক এর সঞ্চালনায় আনন্দ মিছিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা যুবদল বিপ্লবী সদস্য-সচিব মোঃ সোহেল রানা খান।
সোহেল রানা খান বলেন মিথ্যাভাবে আওয়ামী লীগ সরকারের সাজানো একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব বিএনপির অনেক নেতাকর্মীকে আসামি করা হয়েছিল। হাইকোর্ট সেই মিথ্যা মামলায় তারেক রহমানসহ সব আসামিকে বেকসুর খালাস দিয়েছেন।
তিনি আরো বলেন যে,শেখ হাসিনার সরকার তারেক রহমানকে জেলে পাঠাতে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। অবিলম্বে তারেক রহমানের নামে যত মিথ্যা মামলা আছে সব মামলা প্রত্যাহার এবং বাংলাদেশে ফিরিয়ে আসার ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু তার দোসররা এখনো ষড়যন্ত্র করছে। বিএনপি সব ষড়াযন্ত্রের মোকাবিলা করতে প্রস্তুত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এর সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান রতন,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, জামালপুর জেলা শ্রমিকদল ও সিনিয়র সহ-সভাপতি ট্রাক ট্যাংলন্ডী মালিক সমিতি জামালপুর জেলা শাখার মোঃশামীম হোসেন মঙ্গল,জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন জনি, সাবেক ছাত্রদলের শহর শাখার সভাপতি ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ ইমরান কাইসার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম,শহর ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক,তিতুমীর কলেজ শাখারা আহবায়ক মেহেদী হাসান,সহ প্রমুখ।