মঞ্জুরুল হক বিশেষ প্রতিনিধি দৈনিক জামালপুর বার্তা: জামালপুরে ট্রাফিক সপ্তাহ পালিত হয়েছে।এ উপলক্ষে রোববার বিকেলে শহরের বিসিক মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন,জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।এ সময় ট্রাফিক বিভাগের আয়োজিত শোভা যাত্রায় অংশ নেন,জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো.সোহরাব হোসেন,ট্রাফিক ইন্সপেক্টর মো.জাহাঙ্গীর আলম,জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ও জেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
পরে হেলমেট বিহীন কয়েকজন মোটর সাইকেল চালকের মধ্যে বিনামুল্যে হেলমেট বিতরণ করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।