জামালপুরে ট্রেনের সাথে ধাক্কায় – বেঁচে গেছেন দু’জন

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : জামালপুর শহরের খেজুরতলা-ফিশারি সড়কের খেজুরতলা রেলওয়ে লেভেলক্রসিংয়ে দ্রুতগামী আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের সাথে সজো ধাক্কা লেগে একটি জিপগাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওই জিপগাড়ির চালক ইসলাম হোসেন ও ঢাকা বিমানবন্দরের সিভিল এভিয়েশনের পরিচালক মোয়াজ্জেম হোসেন অল্পের জন্য বেঁচে গেছেন। ২ জুলাই, শনিবার সকাল পৌনে ৮টার দিকে এই দুর্ঘনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২ জুলাই সকাল পৌনে ৮টার দিকে ঘটিকায় ঢাকা অভিমুখী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি জামালপুর শহরের দক্ষিণ কাছারিপাড়ায় খেজুরতলা রেলওয়ে লেভেলক্রসিং অতিক্রম করছিল। ঠিক এ সময় দ্রুত রেলওয়ে লেভেলক্রসিং পার হতে থাকা একটি জিপগাড়ি ট্রেনের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে জিপগাড়িটির একপাশে চ্যাপ্টা হয়ে পাশের খাদে পড়ে যায়। জিপগাড়ির চালক ইসলাম হোসেন সামান্য আহত হন। এছাড়া চালকের পাশে বসে থাকা সিভিল এভিয়েশনের পরিচালক মোয়াজ্জেম হোসেন অক্ষত অবস্থায় বেঁচে যান। চালক ইসলাম হোসেন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানা ও জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। তারা স্থানীয়দের সহায়তায় খাদে পড়ে থাকা জিপগাড়িটি উঠাতে সক্ষম হন।
এদিকে এই দুর্ঘটনার সময় স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন। স্থানীয়রা অভিযোগ করেন, খেজুরতলা রেলওয়ে লেভেক্রসিংয়ে গেটব্যারিয়ার ও গেটম্যান না থাকায় যানবাহন চালকেরা দুর্ঘটনার শিকার হয়েছেন। এর আগেও এখানে বেশ কয়েকটি দুর্ঘটনায় যানবাহনের ক্ষয়ক্ষতির পাশপাশি বহু হতাহতের ঘটনা ঘটেছে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. রবিউল ইসলাম এ প্রতিবেদককে বলেন, ট্রেনের সাথে জিপগাড়ির ধাক্কা লেগে সংঘটিত দুর্ঘটনায় আহত জিপগাড়ির চালক ও গাড়িতে থাকা সিভিল এভিয়েশনের পরিচালক মোয়াজ্জেম হোসেন দু’জনই সুস্থ আছেন। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে গিয়ে দুর্ঘটনাকবলিত জিপগাড়িটি উদ্ধার করে তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। রেলওয়ে লেভেলক্রসিংয়ে গেটব্যারিয়ার ও গেটম্যান না থাকায় সিগনালের ব্যবস্থা নাই বিধায় জিপগাড়িচালক ট্রেন আসার বিষয়টি টের না পাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে তাদের সাথে কথা বলে জানা গেছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ