জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

doinikjamalpurbarta

জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে আজ দুপুরে “তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার” শীর্ষক এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে নদী গবেষক ইঞ্জিনিয়ার এম হাফিজুর রহমান লিটন ও মো: খায়রুল আলম বক্তব্য রাখেন।

বক্তারা সংবাদ সম্মেলনে বলেন, “বিগত সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে তিস্তা চুক্তি সম্পাদন সম্ভব হয়নি।” তারা উদ্বেগ প্রকাশ করে জানান যে, তিস্তা প্রকল্পে চীন সরকারের আগ্রহ দেখানোর প্রেক্ষিতে ভারতও নিজেদের স্বার্থে এগিয়ে এসেছে।

বক্তাগণ মন্তব্য করেন যে, চীনের সাথে মূল লক্ষ স্থির রেখে ভারতের সাথে সম্পর্ক এগিয়ে নেয়ার জন্য একটি সদর্থক পরিকল্পনা প্রয়োজন।

এ সময় তারা তিস্তা নদীর সঠিক ব্যবস্থাপনার গুরুত্ব ও স্থানীয় মানুষের অধিকার রক্ষার বিষয়েও আলোকপাত করেন। নদী সংরক্ষণ এবং তার সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, “কেবল চীনের সাথে সম্পর্ক নয়, দেশের মানুষের স্বার্থে ভারতীয় কর্তৃপক্ষের সাথে আলোচনা ও চুক্তি আবশ্যক।”

সম্মেলন শেষে তারা স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে আলাপ করে, তিস্তা নদী সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ