জামালপুর জেলা প্রতিনিধিঃ আজ সকালে শহরের বামুনপাড়া এলাকায় এই কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।
অনুষ্ঠানে উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক রফিকুল আলম মোল্লার সভাপতিত্বে জেলা প্রশাসক হাছিনা বেগম, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, ওয়ার্ল্ড ভিশনের এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা, উন্নয়ন সংঘের এরিয়া ম্যানেজার মিনারা পারভিনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, দরিদ্র ও অসহায় পরিবারের ২ হাজার ৬শ জন শিশুকে পর্যায়ক্রমে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
শীতের শুরুতেই এই কম্বল বিতরণ করায় আসন্ন শীতে শিশুদের কষ্ট লাঘবের পাশাপাশি শিশুদের শীতজনিত রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। পরে অতিথিরা শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন।