জামালপুরে দুর্নীতির প্রতিবাদ করায় ডাক্তার হিটলু গ্রেফতার

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: রনির সাথে প্রথমে কথা কাটাকাটি এর পর হাতাহাতির ঘটনায় দায়েরকৃত মামলায় ডেন্টাল সার্জন ডা: ইকরামুল হক হিটলুকে ঢাকা থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার দুপুরে ঢাকার শেরেবাংলা নগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।।

জানা গেছে, ডেন্টাল সার্জন ডা: ইকরামুল হক হিটলু জামালপুর জেনারেল হাসপাতালের অনিয়ম- দুর্নীতি নিয়ে দীর্ঘদিন ধরে কথা বলছিলেন। কিছুদিন আগে আউটসোর্সিং এ ৪৪ জনকে নিয়োগ দেওয়া হয়।

এই নিয়োগেও অনিয়ম হয়েছে বলে দাবি করে আসছিলেন ডা. হিটলু তালুকদার।

এরই জেরে গত সোমবার দুপুরে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসাবে কর্মরত মো. তরিকুল ইসলাম রনির চেম্বারে জনবল নিয়োগে অনিয়মের বিষয়ে কথা বলতে যান ডেন্টাল সার্জন ডা. ইকরামুল হক হিটলু।

অনিয়ম দুর্নীতি নিয়ে কথা বলার এক পর্যায়ে দুই ডাক্তারের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এরপর হাতাহাতির ঘটনা ঘটে।

পরে ঘটনার দিন রাতে জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তরিকুল ইসলাম রনিকে মারধরের ঘটনায় জামালপুর জেনারেল হাসপাতালের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট আমিনুল হক বাদি হয়ে চিকিৎসক ইকরামুল হক হিটলু ও তাঁর স্ত্রী চিকিৎসক শারমিন আক্তারকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার দায়েরের পর থেকে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করেন।

তারা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তথ্য উপাত্ত সংগ্রহ করে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান পরিচালনা করে ডা. ইকরামুল হক হিটলুকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে কথা বলার জন্য জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসাবে কর্মরত মো. তরিকুল ইসলাম রনির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর ওসি মো. নাজমুস সাকিব সাংবাদিকদের বলেন, রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে পরবর্তী কার্যক্রমের জন্য থানায় হস্তান্তর করা হবে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ