নিজস্ব প্রতিবেদক : জামালপুরে “দুর্নীতির বিরুদ্ধে জামালপুর” (একটি অরাজনৈতিক ও সর্বজনীন সামাজিক আন্দোলন) নামে সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
আজ (মঙ্গলবার) শহরের ফৌজদারি মোড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের এবং সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই আত্মপ্রকাশ করা হয়।
আত্মপ্রকাশের শুরুতে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা দুর্নীতি বিরোধী বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন।
বক্তব্য রাখেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা নুরনবী ইসলাম নুর,শাকিল হাসান,ইহসান হাবীব রাহাত,রাকিবুল ইসলাম সহ প্রমুখ।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক(ইফতেখার ইউনুস ) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।।