জামালপুরে নাট্য সাজঘর বন্ধের দাবীতে মানববন্ধন

doinikjamalpurbarta

মোঃ শামীম হোসেন, জামালপুর : জামালপুর পৌর শহরের ডাকপাড়া চৌরাস্তা মোড় থেকে নাট্য সাজঘরের কার্যক্রম বন্ধ করার দাবীতে মানববন্ধন করেছে তাওহীদি জনতা।

আজ শুক্রবার জুম্মা নামাজের পর ডাকপাড়া চৌরাস্তা মোড়ে এই মানববন্ধন করেন তারা। ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তব্য রাখেন ডাকপাড়া মসজিদের ইমাম আনোয়ার হোসাইন, হাজী শামসুজ্জামান বিপুল, হিরা মিয়া, আমিনুর, শামীম সহ আরো অনেক।

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, ডাকপাড়া মোড়ে নাট্য সাজঘরের আড়ালে তারা বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ করে যাচ্ছেন। এর পাশেই মসজিদ, মাদ্রাসা এবং স্কুল থাকায়, নাট্য সাজঘর গুলির কার্যক্রম এলাকাবাসীর জন্য সমস্যা সৃষ্টি করছে। তাই এর কার্যক্রম বন্ধ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ