Search
Close this search box.

জামালপুরে বাংলাদেশ জামায়েত ইসলামী বিক্ষোভ সমাবেশ।

doinikjamalpurbarta

জামালপুরে বাংলাদেশ জামায়েত ইসলামী বিক্ষোভ সমাবেশ।

নিজস্ব প্রতিবেদক,দৈনিক জামালপুর বার্তা।

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামীলীগের লগি-বৈঠার তান্ডবে নিহত শহীদের স্মরণে হত্যাকারীদের শাস্তির দাবিতে বাংলাদেশ জামায়েত ইসলামী বিক্ষোভ সমাবেশ।

অদ্য ২৮ অক্টোবর রোজ সোমবার বিকাল ৩ ঘটিকায় নয়াপাড়া,কলেজ রোডে,পাঁচ রাস্তার মোড়ে বাংলাদেশ জামায়েত ইসলামী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়েত ইসলামী জামালপুর শহর শাখার
আমীর মো.এড.আসিমুল ইসলাম এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
বাংলাদেশ জামায়েত ইসলামী জামালপুর জেলা আমীর মওলানা আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার সেক্রেটারি, এড.আব্দুল আওয়াল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ৩নং ওয়ার্ড আমীর বাংলাদেশ জামায়েত ইসলামী কামরুল হাসান মাসুম,সভাপতি ৮নং ওয়ার্ড বাংলাদেশ জামায়েত ইসলামী মো.হাফিজুর রহমান লিটন, সভাপতি ১নং ওয়ার্ড বাংলাদেশ জামায়েত ইসলামী আব্দুর রহমান ওমর,আমীর ১২ নং ওয়ার্ড বাংলাদেশ জামায়েত ইসলামী আম মাসুম, সহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী খুনি হাসিনা সরকার জামায়াত শিবিরকে নির্মূল করার জন্য হামলা, মামলা, জেল, জুলুম, হুলিয়া, অত্যাচার, নির্যাতন, গুম, খুন অপহরনের মতো মানবতা বিরোধী অপরাধ কর্মকান্ড চালিয়ে ছিল। এরপরও জামায়াত শিবিরের আন্দোলনকে স্তব্ধ করতে না পেরে নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষনা করেছিল, দেশের ছাত্র জনতা গণ অভ্যূত্থানের মাধ্যমে স্বৈরাচারী খুনি হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হঠানোর পর দেশের জনগন আজ আওয়ামী লীগকেই নিষিদ্ধ ঘোষনা করেছে।

পরে শহর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জেলা শহরে একটি ২০০৬ সালের ২৮ অক্টোবরে একটি চিত্র জনতার মাঝে প্রদর্শনী তুলে ধরেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ