জামালপুরে বাগেরহাটা  নাইট ক্রিকেট টুনার্মেন্ট সম্পন্ন

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিনিধি :  জামালপুরে বাগেরহাটা নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের  ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছ

বৃহস্পতিবার   ( ২৪ জানুয়ারী)  রাত   ৮  টায় বাগেরহাটা  পৌর ঈদগা মাঠে খেলা উদ্বোধন করেন জেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সাংবাদিক  সৈয়দ শওকত জামান।

জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো: সাদ্দাদ হোসেন সাইদুর’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা  যুবদলের  সদস্য সচিব মো: সোহেল রানা খান।

সমাপনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহৃমান রতন, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন মানিক, যুগ্ন সম্পাদক আমজাদ হোসেন  সুজন, সহ-সভাপতি জাকির হোসেন জনি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান কায়েছ,আহবায়ক শহর ছাত্রদল, শফিকুর ইসলাম শফিক, কলেজ ছাত্রদলের সদস্য সচিন
সাবেক ব্যাংক কর্মকর্তা মো: রেজাউল করিম আজাদ,আহবায়ক শহর ছাত্রদল, শফিকুর ইসলাম শফিক,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: ইমামুল ইসলাম সজল, সহ প্রমুখ।

ফাইনাল খেলায় মুখোমুখি হয়ে সাদাত স্পোর্টিং ক্লাব একাদশ ৮ ওভারে ৭৩ রানের বিপরীতে এস.কে.বি হাটচন্দ্রা ৭ ওভারে ৪ বলে ৭৪ রান করে চ্যাম্পিয়ান হয়।

খেলা শেষে বিজয়ীদের মাঝে চ্যম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন সোহেল রানা খান।
চ্যাম্পিয়ান দল একটি ওয়ালটন ব্রান্ডের ফ্রিজ ও রানার্সআপ দলকে একটি এলইডি টিভি প্রদান করা হয়।

আয়োজকরা জানান, শরীর ও মন সুস্থ রাখতে খেলাধূলার কোনো বিকল্প নাই। করোনার চেয়ে অত্যান্ত ভয়াবহ মাদক, তাই যুবকদের মাদক থেকে দূরে রাখতে এই খেলার আয়োজন করা হয়।

প্রতিদ্বন্দিতাপুর্ণ খেলা দেখার বিপুল পরিমান দর্শক উপস্থিত হয়।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ