জামালপুরে বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

doinikjamalpurbarta

মো: শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৬ নং আদারভিটা ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী মুক্তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে স্থানীয় কয়ড়া বাজারে আদারভিটা ইউনিয়ন  বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রতন সরদার, দপ্তর সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম গদাই, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম ও সমাজ সেবা সম্পাদক সালমান শাহ।

মানববন্ধনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, মাহমুদুল হাসান চৌধুরী মুক্তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল ফ্যাসিস আওয়ামী লীগের দোসরদের প্ররোচনায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে। অবিলম্বে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান বিএনপির নেতা-কর্মীরা।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা চিঠিতে   মাহমুদুল হাসানকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

এরআগে দলের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্নের অভিযোগের পরিপ্রেক্ষিতে মাহমুদুল হাসানকে দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছিল।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ