নিজস্ব প্রতিনিধি জামালপুর
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের একটি প্রতিনিধি দলের জামালপুরে ছাত্র-নাগরিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে এই মতবিনিময় সভার আয়োজন করে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান ছাত্রদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা সর্বস্তরের প্রশাসনকে প্রতিপক্ষ না বানিয়ে তাদের সহযোগীতা করুন। সরকারি অফিসে হানা দিবেন না, এটি করলে ছাত্রদের প্রতি বাংলাদেশের মানুষের যে আস্থা, বিশ্বাস ভালোবাসা জন্মেছে সেটি বিনষ্ট হবে। আর ছাত্রদের থেকে বিশ্বাস হারিয়ে ফেলা মানে, বাংলাদেশের অভ্যুত্থান থেকে বিশ্বাস হারিয়ে ফেলা। বৃহস্পতিবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখা আয়োজিত ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এই প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ অপকর্ম করার চেষ্টা করবেন না। তাহলে আপনাদের বিরুদ্ধে আবার ছাত্র-জনতা নামবে।
সহ-সমন্বয়ক আরমানুল ইসলাম, সাকিবুল হাসান, শহীদ সাফওয়ান আক্তার সদ্যর বাবা আক্তারুজ্জামান লিটনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এর আগে পুলিশ সুপারের কার্যালয়ে গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্বজনদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের সমস্যার কথা শুনেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়করা।
এদিকে, ছাত্র-নাগরিক মতবিনিময় সভার শেষের দিকে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামালার ঘটনা ঘটেছে। এতে রাফিউল ইসলাম চাকলাদার (২২), সাজ্জাদ হোসেন (২২) ও তাসনীম জাহান (২১) নামে তিন জন শিক্ষার্থী আহত হয়। আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
পরবর্তীতে আহত শিক্ষার্থীরা রাতে হামলার প্রতিবাদে জামালপুর জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এ সময় আহত শিক্ষার্থী রাফিউল ইসলাম চাকলাদার, সাজ্জাদ হোসেন ও তাসনীম জাহান অভিযোগ করে বলেন, মতবিনিময় সভা চলাকালীন কলেজ ক্যাম্পাসে বসে থাকা অবস্থায় আল মারুফ শুভ নামে একজন আমাদের কাছে জানতে চায় কেন্দ্রীয় সমন্বয়করা কি আজ কমিটি দিবে কিনা। আমরা এ বিষয়ে কিছু জানি বলে তাকে জানাই। এরপর মারুফ আল শুভর নেতৃত্বে ১৪ থেকে ১৫ জনের একদল দুর্বত্ত আমাদের সাথে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু করে। এর এক পর্যায়ে তারা হামলা শুরু করে ও রাফিউল ইসলাম চাকলাদরের মাথায় ধারালো ছুড়ি দিয়ে গুরুত্বর আঘাত করে। এছাড়াও সাজ্জাদ হোসেন ও তাসনীম জাহানকেও তারা আহত করে। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন আহত শিক্ষার্থীরা। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী, আহত শিক্ষার্থীদের অভিভাবক ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।