জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে ব্র্যাকের উদ্যোগে সামগ্রিক বিদ্যালয় ব্যবস্থা শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার দুপুরে দেওয়ানপাড়া বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজ হলরুমে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রশীদুল আলম।এতে
প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কামরুন্নাহার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা মাধ্যমিক সহকারী পরিদর্শক মোঃ শফিকুল আলম, বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজর সহকারী প্রধান শিক্ষক ফরহাদ কবির খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন
ব্র্যাকের রাইট হিয়ার রাইট নাও প্রকল্পের-২ এর ডিওয়াইএম কাকলী আক্তার ।
এছাড়াও বক্তব্য দেন বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজর সহকারী শিক্ষক গোলাম হাসিব,সহকারী শিক্ষক আরমিনা সুলতানা,
পাথালিয়া ইয়ুথ সদস্য হোসনে আরা বিথী,কম্পোপুর ইয়ুথ সদস্য তাবাসসুম মনিষা,গোপালপুর ইয়ুথ গ্রুপের দলনেতা সানজিদা আক্তার।
সভায় অংশ নেয় ইয়ুথ সদস্য , অভিবাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন ইয়ুথ সদস্য মোঃ জিল্লুর রহমান শান্ত।
বয়স,জেন্ডার, সামাজিক পরিচয় নির্বিশেষে সকল তরুন তরুণীদের সাথে নিয়ে ব্র্যাক অধিকার এখানে, এখনই প্রকল্পের ২৫টি জেলায় নিয়ে কাজ করে যাচ্ছে ,রাইট হিয়ার রাইট নাও।