জামালপুরে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, শিক্ষার্থীদের প্রতিবাদ

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক

 

জামালপুরের মাদারগঞ্জে মিলন বাজার ভাংবাড়ি আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ: ওয়াহেদের বিরুদ্ধে একটি কুচক্রী মহলের মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার মিলন বাজারে শতাধিক শিক্ষার্থী ভাংবাড়ি মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মিলন বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জামালগঞ্জ-মাদারগঞ্জ মহাসড়কের পাশে  মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ভাংবাড়ি আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ: ওয়াহেদ, সহকারী অধ্যক্ষ মামুনুর রশিদ, শিক্ষক ফরহাদ হোসেন ও শিক্ষার্থী মোবারক হোসেন।
শিক্ষার্থীরা বলেন, ভাংবাড়ি আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ: ওয়াহেদ একজন সৎ যোগ্য এবং ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। অর্থ আত্নসাত বা দুর্নীতি তো দুরের কথা আমরা কোনদিন তার বিন্দুমাত্র ত্রুটি দেখিনি। অথচ একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে মিথ্যা অভিযোগ প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকী দেন শিক্ষার্থীরা।
ভাংবাড়ি আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ. ওয়াহেদ জানান, আমি মাদ্রাসার একটি টাকাও আত্নসাত করিনি। আমি কোন নিয়োগ দেওয়ার নামে টাকাও নেয় নি। ভাংবাড়ি আলিম মাদ্রাসার অভ্যন্তরীন এবং বহিরাগত একদল ষড়যন্ত্রকারী আমার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দায়ের করেছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে।
এসময় ভাংবাড়ি আলিম মাদ্রাসার সকল শিক্ষক,শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ