নিজস্ব প্রতিবেদক দৈনিক জামালপুর বার্তা : জামালপুর শহরের বকুলতলায় বিএনপির পথসভায় হামলার ঘটনায় প্রায় দুবছর পর মির্জা আজমসহ ২০০ জনের মামলা দায়ের করেছে এক বিএনপির নেতা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিতে করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফয়সাল আতিক।
এর আগে সোমবার (১৮ নভেম্বর) রাতে জামালপুর সদর থানায় এ মামলা দায়ের করেন শহর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও দৈনিক আনন্দগঞ্জ সকাল বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ ফরিদ মামুন (৪৪)।
মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি মির্জা আজমকে প্রধান আসামি করা হয়।
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব ও জামালপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয় এবং ১০০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৩ ডিসেম্বর দুপুরে দলীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের বকুলতলা চত্বরে পথসভা করে বিএনপি নেতা-কর্মীরা।
এই পথসভায় মির্জা আজমসহ চারজনের নির্দেশে ককটেল, শর্টগান ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় আসামিরা।
এতে বিএনপির নেতা-কর্মীরা গুরুতর আহত হন এবং জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা নেন।
এছাড়াও এতোদিন আওয়ামী লীগ সরকারের প্রভাব থাকায় মামলা দায়ের করতে বিলম্ব হওয়ার কারণ উল্লেখ করে বাদী।
জামালপুর সদর থানার ওসি আবু মো. ফয়সাল আতিক বলেন, সোমবার (১৮ নভেম্বর) রাতে মামলাটি অন্তর্ভুক্ত করা হয়। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।