নিজস্ব প্রতিবেদক : জামালপুর সদর উপজেলা মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবুকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিসহ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।
গতকাল সোমবার রাতে হাজীপুর বাজারে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের গণঅভ্যুত্থান হলোও তিনি মেষ্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক কাজ চালিয়ে যাচ্ছে।
২০২৪ সালে ৬ জুলাই আওয়ামী লীগের সরকার দেশ থেকে পালিয়ে গেলেও নাজমুল হক বাবু সবার সাথে তাল মিলিয়ে ইউনিয়নের কাজ চালিয়ে যাচ্ছে।
মেষ্টা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাস্টার বলেন, নাজমুল হক বাবু জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলী সদস্য হয়ে কিভাবে ইউনিয়নের আর্থিক ও প্রশাসনিক কাজকর্ম করেন। তিনি বিগত সরকারের সময়ে সন্ত্রাসী কায়দায় পিস্তল দিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হারুন অর রশিদ তরফদার বদলের চোখ উপড়ে ফেলেন।
শুধু তাই নয় বিগত আওয়ামী লীগ সরকারের সময় ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, নজরুল ইসলাম ও বাবু মাষ্টারকে পুলিশ দিয়ে ধরিয়ে জেল খাটিয়েছে বাবু চেয়ারম্যান ।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র সহ সভাপতি আলী আকবর,যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ,ফারাজির সম্রাট,ইউনিয়ন যুবদলের সভাপতি মনজুরুল ইসলাম, ছাত্রদলের সভাপতি আলামিন,শ্রমিক দলের সভাপতি রেহান আলী কিন ।মিছিলে অংশগ্রহণ করেন ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন নেতাকর্মী।