Search
Close this search box.

জামালপুরে মোটরসাইকেলের ডিমার লাইট নিয়ে ঘটনায়২৮ জনের বিরুদ্ধে মামলা।

doinikjamalpurbarta

জামালপুর প্রতিনিধি, দৈনিক জামালপুর বার্তা :

জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের চৌরাস্তা মোড় এলাকায় মোটর সাইকেল হেড লাইটের ডিমার উচু করে চালানো নিয়ে সংঘর্ষে ২৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মেস্টা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের নেতা রনি তালুকদার শুক্রবার জামালপুর সদর থানায় মামলাটি দায়ের করেছেন।আসামী করা হয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কামাল হোসসেনসহ ইউনিয়নের ২৮ জনের বিরুদ্ধে। মামলায় ওইদিনি রাজু খান নামে একজন ডাক বিভাগের কর্মচারিকে গ্রেফতার করে জামালপুর থানা পুলিশ।
ঘটনায় এলাকাবাসিরা জানান,বুধবার সন্ধায় জামালপুর সদর উপজেলার মেস্টা ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্রের পাশ দিয়ে
ভেটেরিনারি ঔষুধ ব্যবসায়ী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা রনি তালুকদার হেড লাইটের ডিমার উচু করে দিয়ে পালসার মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিল।এ সময় এলাকার আরেকজন ডিসকভার মোটর সাইকেল চালক কলেজ পড়ুয়া ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কামাল হোসেনের পুত্র কাইফ,ওই চালক রনি তালুকদারকে ডিমার লাইট উচু করে দেয়ার জন্য বকা দেন। পরে উভয়ের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এলাকাবাসিরা আরও জানান,ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে কাইফের বাবা কামাল হোসেন,উপজেলার মেস্টা চৌরাস্তা মোড়ে গিয়ে তার ছেলেকে মারধরের কথা এলাকাবাসিকে জানাতে যায়।পরে এ নিয়ে দ্বিতীয় দফায় উভয়ের মধ্যে কথা বাকবিতন্ডা বাঁধে।পরে এ ঘটনাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবকদল নেতা রনি তালুকদার৷ ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কামাল হোসেনসহ ইউনিয়নের ২৮ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
এব্যাপারে আসামী রাজু খানের চাচাতো ভাই এমদাদুল হক অঙ্কন খান বলেন,এলাকার কামাল হোসেনের ছেলে কলেজ পড়ুয়া কাইফ বুধবার সন্ধায় মোটর সাইকেলের হেড লাইট উচু করে চালানো নিয়ে রনি তালুকদারের সঙ্গে সংঘর্ষ হয়।এ ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করতে রনি তালুকদার ইউনিয়নের ২৮ জনকে জড়িয়ে আসামী করেছে। তিনি ২৮ জনকে জড়িয়ে আসামী করা ঘটনাটি পরিকল্পিত এবং সাজানো বলে দাবি করেন।
মামলার অন্যান্য আসামীরা হলেন,
আঃ ছালাম ফকির (৫৮), মোঃ শাহীনুর (৪২),মোঃ নজরুল ইসলাম (৪৮) ৫। মোঃ রাজু খান (৪৭) ৬। মোঃ ছানোয়ার হোসেন মিলন (৪০) ৭। মোঃ মহির তালুকদার (৫৫) ৮। মোঃ ইউনুস (৫৭) ৯। মোঃ বদরুল হাসান বিদ্যুৎ (৩৫) ১০। মোঃ নাজমুল হক (৩০)১১। মোঃ আলমগীর হোসেন (৪৫) ১২। মোঃ মনুজ্জল (৪৮) ১৩। মোঃ হারুন অর রশিদ বাদল তরফদার (৪৫) ১৪। মোঃ রুকন মিয়া (৩৫) ১৫। খোরশেদ আলম খোকন (৪৭) ১৬। মোঃ মাহাদি মানিক (২৭) ১৭। মোঃ আঃ মান্নান (৪২)১৮। মোঃ সোনা মিয়া (৫০) ১৯। মোঃ আকাজ্জল (৪৫) ২০। মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু (৩৮) ২১। মোঃ নিরব (২৫) ২২। মোঃ মোবারক হোসেন (৪০)২৩। মোঃ হাবিবুর রহমান (৫০)
২৪। মোঃ সুলতান মাহম্মদ (৫২) ২৫। মোঃ অন্তর (২৮)২৬। আতিকুর রহমান কিনু (৫০)মোঃ কাইফ (২০) ২৮। মোঃ আক্রাম হোসেন।
এ ব্যাপারে জামালপুর সদর থানার ওসি ফয়সল আতিক জানান,এ মামলায় রাজু খান নামে একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ