Search
Close this search box.

জামালপুরে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প।

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক দৈনিক জামালপুর বার্তা : বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুব শক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়।

গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি আয়োজন করা হয় ।

অদ্য ২৯ অক্টোবর (রোববার) সকালে দয়াময়ী মোড়ে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। জামালপুর জাতীয়বাদী জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান এর সভাপতিত্বে

এ সময়ে আরো বক্তব্য রাখেন,জেলা বিএনপি’র সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, জেলা বিএনপির সহ-সভাপতি কাজী মশিউর রহমান, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিক, সহ-সভাপতি হাবিবুর রহমান রতন ,শহর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক,জেলা ছাত্রদলের সহ-সভাপতি, মো.জাকির হোসেন জনি, মো.ইমরান কায়সার,শহর ছাত্র দলের আহবায়ক মো.শফিকুল ইসলাম শফিক,তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো.মেহেদী হাসান, তুষার চৌধুরী সহ প্রমুক।

আলোচনা সভায় জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত এর দিক নির্দেশনায় আমরা মানুষের সেবায় কাজ করছি।

আমরা কেক কেটে, মিস্টি বিতরণ করে টাকা খরচ না করে সেই টাকায় দুস্থ ও গরীব দুখী মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছি। যুবদল সব সময় মানুষের পাশে থেকে গনতন্ত্র প্রতিষ্ঠা সহ ভোট ও ভাতের অধিকার নিশ্চিতে কাজ করে আসছে।

চিকিৎসা নিতে আসা ৫৩ বছরের বৃদ্ধা মাজেদা খাতুন বলেন,পায়ে ঝিঝি দেয়,মুখে ব্যথা,ভাত খাইতে পারিনা, শুনলাম বিএনপিতে টাকা ছাড়া ওষুধ দেয়,চিকিৎসা দেয় তাই আসলাম চিকিৎসা নিলাম,আমি খুবই খুশি ওষুধ পেয়ে।

 

 

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ