তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার: জামালপুরে যৌথ বাহিনীর অভিযানে ৮০ লিটার চুলাই মদসহ তিনজনকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) গভীর রাতে জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের হাটুভাঙা এলাকা থেকে তাদের আটক করা হয় এবং পরবর্তীতে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়,জামালপুর সদর থানার উপ-পরিদর্শক মোঃ মোহেব্বুল্লাহ এর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ২টার দিকে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।অভিযানে তিনজনকে নিজ নিজ বাড়ি থেকে ৮০ লিটার চুলাই মদসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন—হাটুভাঙা এলাকার মৃত রামনাথের ছেলে বলাই,অনিল রবি দাশের স্ত্রী মাধুবী,
ছোনটিয়া এলাকার শুকুর আলীর ছেলে শাকিল মিয়া।
আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।