জামালপুরে রেলওয়ে জংশনে দুই টিকিট কালোবাজারি আটক

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : জামালপুরে জামালপুর রেলওয়ে জংশনে অভিযান চালিয়ে দুই উপজেলার স্টেশন এলাকা থেকে দুই কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে কয়েকটি আন্তঃনগর ট্রেনের ২১টি আসনের টিকিট, মোবাইল ফোন ও টিকিট বিক্রির টাকা জব্দ করা হয়েছে।

আজ বুধবার ভোরে ইসলামপুর ও মেলান্দহ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ইসলামপুর উপজেলার বিন্টু মিয়া (৪৫) ও মেলান্দহ উপজেলার বিল্লাল হোসেন (৩০)।
রেলওয়ে পুলিশ সূত্র জানায়, গোপনে সংবাদ পেয়ে ইসলামপুর ও মেলান্দহ স্টেশন এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে ইসলামপুর থেকে ১৫টি আসনের টিকিট ও ১ হাজার ৮৪০ টাকাসহ বিল্টু নামে এক টিকিট কালোবাজারিকে আটক করা হয়। তার দেওয়া তথ্যে মেলান্দহ থেকে ৬টি আসনের টিকিট ও ১ হাজার ৬০০ টাকাসহ অপর টিকিট কালোবাজারি বিল্লালকে আটক করা হয়।

তারা ‘সেবা অ্যাপ’-এ একাধিক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন পরিচয়পত্র ব্যবহার করে নিয়মিত টিকিট কিনে অতিরিক্ত দামে বিক্রি করতেন। ২২৫ টাকার টিকিট ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দিতেন তারা।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, দুই টিকিট কালোবাজারিকে আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন অনলাইন টিকিট কালোবাজারি রোধে নজরদারি জোরদার করা হয়েছে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ