জামালপুরে শিকদার গ্রুপের বিদ্যুতের পাওয়ার প্লান্টে ডাকাতি।

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক

জামালপুরে শিকদার গ্রুপের পাওয়ার প্যাক মতিয়ারা ১০০ মেগাওয়ার্ড পাওয়ার প্লান্টে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নিরাপত্তা কর্মী ও প্লান্টের কর্মকর্তা কর্মচারীদের হাত-পা বেঁধে কয়েক কোটি টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।

প্লান্ট কর্তৃপক্ষ জানায়, জামালপুর পৌরসভার শাহপুরে অবস্থিত শিকদার গ্রুপের ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র মতিয়ারা পাওয়ার প্লান্টে গত রাত সাড়ে সাতটার দিকে একদল দুর্বৃত্ত প্রবেশ করে।

পরে তারা অস্ত্রের মুখে নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। এরপর প্লান্টে কর্মরত প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা কর্মচারীদেরও অস্ত্রের মুখে জিম্মি করে একটি ভবনে আটকে রেখে রাতভর লুটপাট চালায়।

প্লান্টের ভেতরে থাকা কয়েকটি কন্টেনার থেকে মূল্যবান ক্যাবল ও অন্যান্য যন্ত্রাংশ লুট করে ডাকাতরা। এ সময় প্লাটের ভেতরের অফিসগুলো থেকে মূল্যবান উপকরণ নিয়ে যায়। সিসি ক্যামেরার ড্রাইভ, কম্পিউটার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় ডাকাতরা।

জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ