নিজস্ব প্রতিনিধি
জামালপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে জামালপুর -শেরপুর ব্রহ্মপুত্র সেতুর টোল ফ্রি করার নামে ডাকাতি, হামলা, লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের ম্যানেজমেন্ট বিভাগের তৌফিক সিদ্দিকী, নাজমুল হাসান, আব্দুল্লাহ আল রাকেশ, শিক্ষার্থী মীম, রাফিয়া, বিজ্ঞান বিভাগের মাজেদুল ইসলাম ও মো. জাহিদ।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে ছাত্রঅধিকার পরিষদের নেতা মীর ইখলাস, ছাত্রদলের নেতা রাকিবুল হাসান রাকিব এবং ছাত্রদলের নেতা শফিকুল ইসলাম শফিকসহ বিভিন্ন জায়গায় তারা লুটপাট করছে। এসমস্ত ঘটনার দায় ছাত্র সমাজ কোন ভাবেই মেনে নিবেনা।
অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থী।