জামালপুরে সরকারি পুকুরের মাছ ধরায় পদ হারালেন ওয়ার্ড বিএনপি নেতা আপেল

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : জামালপুরের পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় প্রাঙ্গণের সরকারি একটি পুকুর থেকে অবৈধভাবে মাছ ধরে নেওয়ার অভিযোগ উঠেছে আপেল মাহমুদ নামের বিএনপির এক নেতার বিরুদ্ধে।

মাছ ধরতে বাঁধা দিতে গেলে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকেও শাসিয়েছেন তিনি। এ ঘটনায় তাকে দলীয় পদ থেকে অব্যহতি দিয়েছে স্থানীয় বিএনপি। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে পাউবো।

শনিবার (২৯ মার্চ) ভোরে জামালপুর পৌর শহরের ফুলবাড়িয়া এলাকার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জামালপুর কার্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বিএনপির নেতা আপেল মাহমুদ জামালপুর পৌর শাখার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ। তিনি শহরের ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জামালপুর কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা জানান, শনিবার ভোরে বিএনপি নেতা আপেল মাহমুদ জেলেসহ (মাঝি) ১০ থেকে ১২ জন নিয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জামালপুর কার্যালয়ের পুকুরে জাল দিয়ে মাছ ধরতে শুরু করেন।

খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা মাছ ধরতে নিষেধ করেন। তখন তিনি তাদের শাসান। কোনও উপায় না পেয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে বিষয়টি জানান। পরে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়।

জামালপুর সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আশরাফ বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনে খবর পেয়ে আমরা গিয়ে দেখি মাছ ধরা শেষ। জাল ভ্যানে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

তখন ভ্যান থেকে আমরা জালটি নামাই। তখন তারা আমাদের সঙ্গে খারাপ আচরণ করার চেষ্টা করেছিল। পরে তাদের বুঝিয়ে বলায় তারা খারাপ ব্যবহার করেনি।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জামালপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান বলেন, ৩ মাস আগে আমরা পুকুরে মাছ ছেড়েছিলাম।

হঠাৎ সকালে অফিস থেকে জানায়, পুকুরে আপেল নামের ওই ব্যক্তি জাল ফেলে মাছ ধরছেন। এর আগে পুকুরে মাছ ছাড়ার ব্যাপারে তিনি এসেছিলেন।

তখন তিনি বলেছিলেন, ১৪ বছর অমুকরা খাইছে। এখন তিনি পুকুরে মাছ ছাড়বেন। তখন আমি অনুমতি দেইনি। সরকারি পুকুর।

আমরা মাছ ছাড়ব বলে তাকে জানিয়েছিলাম। বিষয়টি আমরা বিএনপির সিনিয়র কয়েকজন নেতাকেও জানিয়েছি।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ