নিজস্ব প্রতিবেদক : জামালপুর সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রাসারন অধিদপ্তরের আয়োজনে কৃষি মেলা ২০২৫ উদ্বোধন করা হয়েছে।
আজ ২৮ জুলাই সোমবার দুপুরে এ মেলা উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু। বৃহত্তম ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি করন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মেলায় সভাপতিত্ব করেন, জামালপুর সদর উপজেলার নির্বাহী অফিসার জিন্নাত শহিদ পিংকি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ উপ পরিচালক জাকিয়া সুলতানা। সদর উপজেলার কৃষি অফিসার এমদাদুল হক, কৃষি অফিসের কর্মকতা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকসহ অনেক।
জানা যায়- বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় ৩দিন ব্যাপি কৃষিমেলা ২০২৫ মেলার উদ্বোধনে ১৬ টি স্টল অংশ গ্রহন করেন। স্টল পরিদর্শন শেষে, প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আগের চেয়ে আমরা ফসলে অনেক উন্নয়ন করেছি। যেখানে আগে দুটি ফসলের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন সেখানে সেখানে তিনটি চারটি করে ফসল হচ্ছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমাদের মোবাইল আসক্তি দুর করতে বাড়ীর পাশে শাক সবজি ও ফুলের গাছ লাগাও। নিজেকে মাটির সাথে মিশিয়ে নাও। মাটির নির্যাস তোমাকে দেশের জন্য কাজ করাতে সহযোগিতা করবে।