জামালপুরে ৬২ দুস্থ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

doinikjamalpurbarta

নিজস্ব প্রতিবেদক : জামালপুর সদর উপজেলার ৬২টি দুস্থ পরিবারের মাঝে টিউবওয়েল ও স্থাপন সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকালে দোস্ত এইড কনফারেন্স সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জিন্নাত শহীদ পিংকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার সমাজসেবা অফিসার মো. শাহাদৎ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব একাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী।
অনুষ্ঠানে ৬২টি দুস্থ পরিবারের হাতে টিউবওয়েল ও প্রয়োজনীয় স্থাপন সামগ্রী তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, প্রতিটি টিউবওয়েল স্থাপনের পাশাপাশি সুদৃশ্য প্ল্যাটফর্ম নির্মাণ করে সুবিধাভোগী পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ