নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা জামালপুর এর গুরুত্বপূর্ণ জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু আওয়ামিলীগ এর সন্ত্রাসী নেতা ৫আগষ্ট গনহত্যাকারী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরই পালিয়ে বেড়াচ্ছেন।
তাই পৌরসভার দায়িত্বে আছেন জেলাপ্রশাসক তবে আগামী দিনে কে হবেন নির্বাচিত মেয়র এমন গুঞ্জনে উঠে এসেছেন জামালপুর সদরের ১১নং ওয়ার্ড এর বাসিন্দা জামালপুর এর যুবরাজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখার সদেস্য সচিব জনাব সোহেল রানা খান।
তিনি বিএনপির কেন্দ্রীয় কোষাদক্ষ মিল্লাত সাহেবের ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, তারেক রহমান এর খুবই প্রিয় পাত্র হিসেবে নিজের গড়ে তুলেছেন।
তিনি তার সততা পরিশ্রম ও বুদ্ধির মাধ্যমে জামালপুর সদর এ গড়ে তুলেছেন এক সততার সাম্রাজ্যে , সোহেল রানা খান এর বিষয়ে স্থানীয় জনতার কাছে জানতে চাইলে অনেকেই বলেন সোহেল রানা খান এর মত নেতা যদি সবাই হতো তাহলে দেশের মানুষের জন্য উপকার হতো।
কেননা তিনি সব সময় চিন্তাভাবনা করেন কি ভাবে মানুষের উপকার করা যায় আরও বলেন সোহেল রানা খান এমন ভাবে চলাফেরা করেন দেখে বুঝার উপায় নেই।
তিনি একজন বড় মাপের নেতা তাহার চলাফেরা একেবারে সিম্পল, সুষ্ঠ নির্বাচন হলে তাহার বিপক্ষে যে নির্বাচনে অংশগ্রহণ করুন না কেন সোহেল রানা খান ই হবেন পৌর মেয়র এমন আশা করেন জনতা।