জামালপুর জেলায় আওয়ামী লীগের ৩৭ নেতা-কর্মী গ্রেপ্তার।

doinikjamalpurbarta

ডেক্স রিপোর্ট দৈনিক জামালপুর বার্তা:

জামালপুরে আওয়ামী লীগ ও অঙ্গদলের ৩৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১ অক্টোবর মঙ্গলবার দিবাগত মাঝরাত থেকে ২ অক্টোবর বুধবার ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন প্রতিহত করতে জেলার বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় জেলার দেওয়ানগঞ্জে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মহিবুল ইসলাম যুবরাজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান এরশাদসহ আওয়ামী লীগের সাতজন, বকশীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন, সদস্য আবু তালেব তোতা, সাবেক সদস্য মনির হোসেনসহ আওয়ামী লীগের সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

ইসলামপুর উপজেলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দু’জন, মেলান্দহে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের তিনজন, মাদারগঞ্জে উপজেলা ছাত্রলীগ নেতা মনিম সাকিব, যুবলীগ নেতা মো. শাহ আলম ও সুজন রানা রনজু এবং শ্রমীকলীগ নেতা আব্দুল কুদ্দুসসহ ১২ জন, সরিষাবাড়ীতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের চারজন এবং জামালপুর সদর উপজেলায় আওয়ামী লীগ নেতা মুনছুর আলী ও মির্জা আব্দুল বাছেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযান প্রসঙ্গে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মাসুদ আনোয়ার এ প্রতিনিধিকে বলেন, যাদের বিরুদ্ধে আগে থেকেই মামলা রয়েছে এবং যারা আইন-শৃঙ্খলা অবনতি করতে পারে তাদেরকেই গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করাসহ অন্যান্য আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

 

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ