জামালপুর জেলার দেওয়ানগঞ্জে বিজিবি’র জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

doinikjamalpurbarta

মোঃ ফরহাদ রেজা, দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

বর্ডার গার্ড বাংলাদেশ জামালপুর ব্যাটালিয়ান ৩৫ (বিজিবি) দেওয়ানগঞ্জে উপজেলার পাথরের চর বিজিবি ক্যাম্প এর আয়োজনে স্থানীয় নাগরিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৪ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৪ঃ০০ টায় উপজেলার পাথরের চর শাহী জামে মসজিদ সংলগ্ন মাঠে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ জামালপুর (৩৫ বিজিবি) পাথরের চর বিজিবি ক্যাম্পের দায়িত্ব রত
নায়েক সুবেদার মোঃ মানিক এর নেতৃত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে। অতিথি হিসেবে বক্তব্য রাখেন
সহকারী ক্যাম্প কমান্ডার মোঃ আব্দুর রাজ্জাক, আরও
বক্তব্য রাখছেন স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
মোঃ রেজাউল করিম, ইমামা ও খতিব পাথরের চর শাহে জামে মসজিদ, মোঃ রেজাউল ইসলাম কালু হাজী বিশিষ্ট সমাজসেবক, শাহ মোহাম্মদ শামীম, সহকারী শিক্ষক মিতালি সরকারী প্রাথমিক বিদ্যালয়।

দেশের বর্তমান বিরাজমান পরিস্থিতিতে উক্ত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

সভায় বিজিবির পক্ষ থেকে সীমান্ত সুরক্ষায় ও মানুষের জানমালের রক্ষায় জনসচেতনতামুলক বক্তব্য প্রদান ও দিকনির্দেশনা দেয়া হয়। নিষেধাজ্ঞা অমান্য করে সীমান্ত অতিক্রম করে কিংবা সীমান্তঘেঁষা এলাকা পরিহার করে চলতে জনসচেতনতা সৃষ্টির আহবান জানানো হয়।

১। সভায় সীমান্ত দূর্ঘটনার বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করতঃ নিম্নবর্ণিত বিষয় সমূহের উপর আলোচনা করা হয়ঃ

ক। অবৈধভাবে সীমান্ত অতিক্রমসহ মাদক পাচার/গরু চোরাচালানের সাথে জড়িত না হওয়া।

খ। বাংলাদেশী নাগরিক কর্তৃক শূন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঘাস কাটা, ফসল বিনষ্ট করা, ফসল কাটা এবং গবাদি পশু চড়ানো ইত্যাদি কর্মকান্ড পরিহার করা।

গ। বাংলাদেশী নাগরিক কর্তৃক প্রতিপক্ষ বিএসএফ/ভারতীয় নাগরিকের সাথে খারাপ অঙ্গভঙ্গি প্রদর্শন, অশ্লীল ভাষা ব্যবহার এবং টহল দলের উপর ইট, পাথর নিক্ষেপ না করা।

ঘ। সন্ধ্যার পর কোন অবস্থাতেই সীমান্ত এলাকায় গমন না করা।
ঙ। বাঁশের আরকি ব্যবহার করে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে গরু পারাপার না করা।

চ। মাদক সেবনের কুফল সম্পর্কে আলোচনা এবং মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবিকে তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করা।
ছ। মানসিক অসুস্থ্য ব্যক্তিদের পাচার রোধে বিজিবিকে তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করা।
জ। সীমান্ত এলাকা দিয়ে যাতে জালনোট পাচার হতে না পারে সে ব্যাপারে নিজে সতর্ক থাকা এবং অন্যকে জালনোট পাচার প্রতিরোধে সতর্ক থাকার ব্যাপারে প্রেষণা প্রদান করা।

ঝ। বাস্তচ্যুত মায়ানমার নাগরিক (ঋউগঘ) যাতে কোনভাবেই সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকা এবং বিজিবিকে তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করা।

ঞ। উপরোক্ত অপরাধের সাথে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে সকলকে যথাযথ সতর্ক করা।
ট। এছাড়াও বিজিবি এবং স্থানীয় জনসাধারণের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার নিমিত্তে সকলকে প্রেষণা প্রদান করেন।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ