জামালপুর জেলার শ্রেষ্ঠ আইসি নির্বাচিত হলেন, নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম

doinikjamalpurbarta

জামালপুর থেকে এস আলম: আজ ০৯-০৭-২০২৫ ইং জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায়, মাদ্ক অভিযান,ওয়ারেন্ট তামিল,বিভিন্ন অপরাধ মুলক মামলা ও বিরোধ নিষ্পত্তিতে জেলার শ্রেষ্ঠ আইসি নির্বাচিত হলেন,জামালপুর সদর উপজেলার নারায়ণপুর তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক( নিরস্ত্র) মোঃ মফিজুল ইসলাম । জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ মোঃ রফিকুল ইসলাম( পিপিএম)। গত জুন /২০২৫ ইং মাসের পারফরমেন্স অনুযায়ী এই শুভেচ্ছা স্মারক ক্রেশ প্রদান করেন। এ সময় নারায়ণ পুর তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মফিজুল ইসলাম ছুটিতে থাকায় তার পক্ষে শুভেচ্ছা স্মারক ক্রেস গ্রহণ করেন,নারায়ণপুর তদন্ত কেন্দ্রের এস আই নিরুপম চন্দ্রনাথ।

SHARES

ফেসবুকে অনুসরণ করুন

আরো পোস্টঃ