নিজস্ব প্রতিবেদক দৈনিক জামালপুর বার্তা:
জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যায় এশিয়ান ফুড ভিলেজে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি আল মদিনা ক্লিনিকের স্বত্বাধিকারী ডা.আহম্মদ আলী আকন্দ ও সাধারন সম্পাদক হযরত শাহজামাল (রঃ) জেনারেল হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং বুলবুল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ( এম ডি) বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ আশরাফুল ইসলাম বুলবুল।
এ সময় আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির সকল সদস্যবৃন্দ।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক
আলহাজ্ব মোঃ আশরাফুল ইসলাম বুলবুল জানান-
আমরা একটি সমিতি গড়েছি-জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতি।আমরা ডা.আহম্মদ আলী আকন্দকে সভাপতি করেছি,আমি এই কমিটির সাধারণ সম্পাদক ও জামালপুর শহরের নামিদামী ক্লিনিক গুলোকে নিয়ে আমরা একটি সংগঠন দাড় করিয়েছি,এই কারনে যে আমাদের এই সংগঠন তো এক সপ্তাহের না, আমরা আগে ছিলাম আমাদের কে বিতর্কিত করা হয়েছে, অবমূল্যায়ন করা হয়েছে। তাই আমরা ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি উপহার দিয়েছি।আমরা জামালপুর জেলার স্বাস্থ্য সেবাকে, শুধু জামালপুর না সারা বাংলাদেশে তুলে ধরতে চাই।
জামালপুর শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারে রোগীদের বিভিন্ন হয়রানি, রোগ নির্ণয়ের বিভিন্ন জরুরি পরীক্ষা বা ল্যাব টেস্টের জন্য ঢাকার চাইতে বেশি মূল্য আদায় করাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন সাংবাদিকরা।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নবনিযুক্ত সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ আশরাফুল ইসলাম বুলবুল
বলেন, আমরা খুব শিগগির সভা করে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সাথে আলোচনা করে ল্যাব টেস্টের মূল্যসহ স্বাস্থ্যসেবায় বিভিন্ন সমস্যা সমাধানে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো।
সংবাদ সম্মেলনে জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এডভোকেট মো. ইউসুফ আলী এবং প্রেসক্লাব জামালপুরের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ও জামালপুর মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি মো.সুজাউদ্দৌলা সুজন সহ অর্ধশত সাংবাদিক অংশ নেন।
পরে জেলার কর্মরত সাংবাদিকদের সামনে সংগঠনটির নবগঠিত কমিটির তালিকা প্রকাশ করা হয়।